AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চন্দনাইশে ভিক্ষাবৃত্তি না করায় দুই ভিক্ষুককে দোকান উপহার



চন্দনাইশে ভিক্ষাবৃত্তি না করায় দুই ভিক্ষুককে দোকান উপহার

ভিক্ষাবৃত্তি নিরসন, নিরুৎসাহিত করণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষাবৃত্তির বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অধীনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহনা বেগম এবং জোয়ারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নুরুল আলমকে পূণরায় ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত না ওয়ার শর্তে দুজনকে ওই জায়গার গুচ্ছ গ্রামে নবনির্মিত দুটি দোকানঘর নির্মাণ করে তাদের হাতে হস্তান্তর করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী সহ জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ভিক্ষাবৃত্তি পুনর্বাসন এ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দেশের সকল ভিক্ষুককে পর্যায়ক্রমে পুনর্বাসনের মাধ্যমে দেশকে ভিক্ষুক মুক্ত করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

 

একুশে সংবাদ.কম/এসএপি

Shwapno
Link copied!