পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের হাজিপুর গ্রামের ২নং ওয়ার্ডের গোপালিয়া বাজার এলাকায় নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গন কবলিত ২০ পরিবারের মাঝে জেলা আওয়ামী লীগের সদস্য হাসীব আলম তালুকদার এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীতে রয়েছে, ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তৈল ২কেজি পিঁয়াজ, ২ কেজি মসুর ডাল, আদা কেজি রশুন, ১ কেজি লবন, ২৫০ গ্রাম হলুদের গুড়া, আদা কেজি মরিচের গুড়া, আদা কেজি সুকনা মরিচ, ২টি সাবান, ১কেজি মুড়ি ও ৬টি মোমবাতি।
একুশে সংবাদ/ম.ফ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

