বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৪৫ বছর।
জানা গেছে, মঙ্গলবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্বার করে। অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে জানায় পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ এর সত্যতা স্বীকার করে বলেন, আমরা মরদেহ উদ্বার করে সুরতহালের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
একুশে সংবাদ/এ.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :