কুমিল্লার তিতাসে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা আ`লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল সোমবার বিকেলে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ`লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আ`লীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসাইন ভূইয়া, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ`লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল মালেক মোল্লা,মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ হাসিনা আক্তার মেম্বার,সদস্য গাজাী মোঃ সিরাজুল ইসলাম, আবুল হাসেম,কড়িকান্দি সদর ইউনিয়ন আ`লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,মজিদপুর ইউনিয়ন আ`লীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইয়া, জিয়ারকান্দি ইউনিয়ন আ`লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের,ভিটিকান্দি ইউনিয়ন আ`লীগের সহ-সভাপতি মোঃ কবির সিকদার, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সায়েম সরকার, সহ বিভিন্ন ইউনিয়ন আ`লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :