হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধারকৃত ভিকটিমের নাম মিনারা খাতুন। নিহত মিনারা খাতুন উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নুর উদ্দিনের মেয়ে।
জানা যায়, আট বছর আগে দুর্লভপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সাথে মিনারার বিয়ে হয়।স্বামীর সাথে তার বনিবনা হচ্ছিল না।তানিশা নামে তার ৭ বছর বয়সী এক মেয়ে রয়েছে। গত ৭ মাস ধরেই মিনারা পিত্রালয়ে অবস্থান করছিল।
এক সপ্তাহ আগে স্থানীয় মুরুব্বীরা স্বামী স্ত্রীর মধ্যেকার ভুল বুঝাবুঝি শেষ করে দিলে মিনারা স্বামীর বাড়িতে ফিরে যায়।গত বৃহস্পতিবার আবার স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসে সে।গত শুক্রবার রাতের খাবার শেষে মেয়ে তানিশাকে নিয়ে ঘুমিয়ে পড়ে মিনারা।সকালে পরিবারের লোকজন ঘরের তীরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মিনারার পিতা নুর উদ্দিনের দাবি, তার মেয়ে স্বামীর অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :