AB Bank
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০ ঘন্টা পর পানিতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
১১:৪২ এএম, ৯ আগস্ট, ২০২৩
২০ ঘন্টা পর পানিতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা খালে গোসলের জন্য ঝাঁপ দিয়ে নিখোঁজ শিহাবের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সে শিহাব গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে এবং শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিহাব আরও চার বন্ধুসহ পানিতলা খালে গোসল করতে যায়। সেখানে পানিতলা ব্রিজের উপর থেকে খালের পানিতে চার বন্ধুসহ লাফ দিলে অন্য চার বন্ধু উঠতে পারলেও নিখোঁজ হয় শিহাব।

 

গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটরস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়া হয়। রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টা চালিয়ে শিহাবের মৃতদেহ উদ্ধার করে। 

 

দ্বাদশ শ্রেণির ছাত্র শিহাবের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

একুশে সংবাদ/স ক   

 

Link copied!