AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত


মিরপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুরে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের আমতলায় স্থাপিত বঙ্গবন্ধুর মুল্যার চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

 

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসে সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। 

 

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় এসময়ে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল রশিদ, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মঞ্জিলা  আরেফিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান,মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সবুজ ইসলাম, ইউডিএফ উঃ পঃ কর্মকর্তা উত্তম কুমার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

বিকেলে স্থানীয় ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

 

একুশে সংবাদ/স ক  

Link copied!