কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কটিয়াদী উপজেলা সদরের কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ খেলায় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র মো: শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপর খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচ খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
একুশেসংবাদ.কম/আ.র.ভূ/বিএস
আপনার মতামত লিখুন :