AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙামাটিতে অস্ত্র ও  গোলাবারুদ সহ আটক ১


Ekushey Sangbad
নিউটন চাকমা, রাঙামাটি
০৪:৪৩ পিএম, ২৬ জুলাই, ২০২৩
রাঙামাটিতে অস্ত্র ও  গোলাবারুদ সহ আটক ১

রাঙামাটিতে সেনা বাহিনীর গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে এইচকে-৩৩, ম্যাগজিন এবং এ্যামুনিশন সহ ইউপিডিএফ কর্মী তরিৎ চাকমা (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। 

 

আজ বুধবার (২৬ জুলাই) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়েছেন রাঙামাটি সেনা রিজিয়নের সেনা সদস্যরা।

 

সুত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ইউপিডিএফ গ্রুপের আস্থানায় রাঙামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ইউপিডিএফ দলের সাথে সেনাবাহিনীর কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর ইউপিডিএফের সদস্যরা পালিয়ে গেলেও তরিৎ চাকমা ১টি এইচকে-৩৩, ১টি ম্যাগজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশনসহ  হাতেনাতে আটক করে সেনা বাহিনীর সদস্যরা।

 

এদিকে, রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের অধিবাসীদের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে এলাকাবাসীদের প্রতি সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। 

 

একুশে সংবাদ/স ক  


 

Link copied!