রাজশাহীর গোদাগাড়ীতে হতদরিদ্র উপকারভোগীদের নিয়ে আলট্রা-পোর গ্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে হতদরিদ্র উপকারভোগীদের নিয়ে আলট্রা-পোর গ্যাজুয়েশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলালউদ্দীন সোহেল।
বিশেষ অতিথি ছিলেন,ইউপি প্যানেল চেয়ারম্যান আফতাব উদ্দীন আন্টু,চ্যাট কমিটির সভাপতি শাসুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস ও ইউপি সদস্যরা প্রমূখ।
এ সময় দেওপাড়া ইউনিয়নের তিনজন উপকারভোগী তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বর্ণনা করেন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির উপকারে পেয়ে কিভাবে জীবনের উন্নতি লাভ করেছে তা তুলে ধরে। আলট্রা-পোর গ্যাজুয়েশন প্রোগ্রাম শেষে হতদরিদ্র উপকারভোগীদের হাতে পুরুষ্কার দেয়া হয়।
একুশেসংবাদ.কম/মু.হো/বিএস
আপনার মতামত লিখুন :