মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত আবুল কালাম কালিয়া থানার কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে এবং সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত সৈয়দ আহম্মদ মোল্যার ছেলে।
সোমবার (২৪ জুলাই) রাতে কালিয়া থানাধীন কলিমন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জেলার কালিয়া উপজেলার কলিমন গ্রামে অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে একশত চল্লিশ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একুশেসংবাদ.কম/ন.উজ/ খো .আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

