AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১২:৫৮ পিএম, ২৪ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার বেলা ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফকির এপারেলস নামে একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

এর আগে রোববার রাতে পৌনে ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বেলাল নামে এক ফায়ার ফাইটার আহত হন। তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ বয়লারের রুমে আগুন লাগে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের খবর পেয়ে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তবে ভয়াবহ এ আগুনে প্রায় কোটি টাকার কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

 

একুশে সংবাদ/স/এসএপি

Link copied!