নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবশতবর্ষ উপলক্ষে বাসগৃহ নির্মান এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান সংক্রান্ত বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুলাই) বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা কমিশনার (ভূমি) শ্রী রঞ্জন কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাদিম, মোঃ আশরাফুল ইসলাম, নাজিম উদ্দিন, সম্রাট প্রমুখ।
একুশেসংবাদ.কম/না.হ.না/বিএস
আপনার মতামত লিখুন :