সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ) এর ঘোষিত কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৬ জুলাই) সকালে মোরেলগঞ্জের অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাসরুম তালাবদ্ধ এবং শিক্ষকবৃন্দকে প্রতিষ্ঠানে অবস্থান করতে দেখা গেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মোল্লা বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, বিটিএ ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয়করণ দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এ কর্মসূচি চলবে।`
স্কুলে এসেও শিক্ষার্থীদের ফিরে যেতে দেখা গেছে। ফিরে যাওয়া শিক্ষার্থীরা জানায়, সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আন্দোলন কর্মসূচি পালন করছেন বলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুলে ক্লাস হবে না জানতে পেয়ে ফিরে যাচ্ছি।
অনুরূপভাবে উপজেলার বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার, মোরেলগঞ্জ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী আকনও অনুরূপ কর্মসূচি পালন করছেন বলে জানান। পাশাপাশি উপজেলার ষাটোর্ধ মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াদ হাসান এর সত্যতা স্বীকার করে বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সংগঠনের সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতেও তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালনের খবর জানতে পেয়েছি।
একুশে সংবাদ/ফা.হ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

