AB Bank
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদাবাজির মামলায় রাতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, সকালে জামিন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:৩৩ পিএম, ১৬ জুলাই, ২০২৩
চাঁদাবাজির মামলায় রাতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, সকালে জামিন

নরসিংদীতে চাঁদাবাজির মামলায় মাধবদী নুরালাপুরের ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রোববার (১৬ জুলাই) দুপুরে তাকে আদালতে শোপর্দ করা হয়। রাতে তাকে গ্রেপ্তার করা হলেও সকালে তাকে জামিন দিয়েছেন আদালত।

 

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের হক ট্রেক্সটাইল মালিক আইনাল হাজি তার বাড়ির সিমানা দেয়ার জন্য বাউন্ডারি ওয়াল নির্মান করছিল। ওই সময় মাধবদী নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন ৫/৬ জনকে নিয়ে দেয়াল নির্মানে বাধা দেয়। এবং দেয়াল নির্মানের জন্য চেয়ারম্যান ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দেয়া কাজ বন্ধ করে দেয়। পরে চেয়ারম্যানের লোকজন ক্ষিপ্ত হয়ে হক ট্রেক্সটাইলের কাপড়ের গোডাউনে আগুল লাগিয়ে দেয়। এ ঘটনায় হক ট্রেক্সটাইল মালিক আইনাল হাজির ভাইগ্না মফিজুর রহমান বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন।

 

আদালত মামলাটি আমলে নিয়ে মাদবদী থানাকে এফআইায়ার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাচঁদোনায় এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।

 

পরে রোববার বেলা ১২টার দিকে আরিফকে নরসিদী সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট (১ম) আদালতের বিচারক ফারুফা আহাম্মেদ এর আদালতের শোপর্দ করেন। এসময় চেয়ারম্যানের পক্ষের আইজীবি আদালতে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিজ্ঞ বিচারক বাদি-বিবাদি পক্ষের আইনজীবিদের যুক্তি তর্ক শুনে চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন।

 

ক্ষতিগ্রস্থ হক ট্রেক্সটাইল মালিক আইনাল হাজি বলেন, চেয়ারম্যান অন্যায় ভাবে আমার কাজ বন্ধ করে দিয়েছে। আবার ৫লক্ষ টাকা চাঁদাও তাবি করেছে। এঘটনায়  থানায় মামলা নিলো না। পরে আদালতে মামলা করলাম। এখন রাতে গ্রেপ্তার হলো সকালে অবার জামিন হয়ে গেলো। তিনি দু:খ করে আরো বলেন, ক্ষমতা থাকলে সবই হয়। আমি সরকারের কাছে সঠিক বিচার দাবী করছি।

 

গ্রেপ্তার ও জামিন লাভের পর অভিযুক্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, বিরোধপূর্ন জমিতে দেয়াল নির্মান করছিল আইনাল হাজি। ইউনিয়ন পরিষদে তার বিরুদ্ধে  লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাউন্ডারী ওয়ালের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছেন। বিষয়গুলো আদালতে উপস্থাপনের পর বিচারক আমার জামিন মঞ্জুর করেছেন।

 

মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানিয়েছেন, চাঁদাবাজির একটি মামলায় চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে আদালতে শোপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা

Link copied!