AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টায় পশু চিকিৎসকসহ ৩ জনের কারাদণ্ড



উলিপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টায় পশু চিকিৎসকসহ ৩ জনের কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক পল্লি পশু চিকিৎসকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ মে) কিশামত তবকপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় জব্দকৃত ৮০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:

  • পশ্চিম নাওডাঙ্গা গ্রামের পল্লি পশু চিকিৎসক আজিমনুর রহমান (৪২) — ৩ মাসের কারাদণ্ড

  • পশ্চিম শিববাড়ি এলাকার জসিম উদ্দিন (২৮) — ২ মাসের কারাদণ্ড

  • উলিপুর পৌরসভার একতা পাড়া এলাকার কসাই শাহ আলম ওরফে নাদু (৩৮) — ২ মাসের কারাদণ্ড

স্থানীয় সূত্র জানায়, কিশামত তবকপুর গ্রামের সৌরভ কুমার পাল তার গর্ভবতী অসুস্থ গরুটির জন্য আজিমনুর রহমানের শরণাপন্ন হন। তিনি গরুটির সিজার করেন এবং বাছুর প্রসব করান। সিজারের পর গরুটি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে পশু চিকিৎসক মালিকের সঙ্গে সমঝোতা করে তা কসাইয়ের কাছে বিক্রি করে দেন।

কসাই শাহ আলম ওরফে নাদু মাংস নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এবং অভিযুক্তদের আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, "অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা একটি গুরুতর অপরাধ। খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।"

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসাধারণ ভেজাল ও ঝুঁকিপূর্ণ খাদ্য প্রতিরোধে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ কু.প্র/এ.জে

Link copied!