AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীর অধিকার নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:৫১ পিএম, ৮ জুলাই, ২০২৩

নারীর অধিকার নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারী শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই বাঙালি জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি শুধু স্বপ্ন দেখান না স্বপ্ন বাস্তবায়ন করেন।


শনিবার (৮ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও কবরস্থানের উন্নয়নে ২০ লাখ টাকার চেক বিতরণ এবং নড়িয়া উপজেলার ৩৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতারা, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

একুশে সংবাদ/এসএপি

Shwapno
Link copied!