স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলার জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ হলরুমে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হানিফ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, বিটিভি এর পিরোজপুর প্রতিনিধি এইচ,এম পারভেজ, জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডি এর সভাপতি মোঃ মনিরুজ্জামান খান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা।
একুশে সংবাদ/ব.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :