AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গাবালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু



রাঙ্গাবালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আব্দুল(৩) নামের এক শিশুর মৃত্যু হয়। আজ সোমবার দুপুর ২টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা কলাগাছিয়া ইউনিয়নের মোঃ শাহিন হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫দিন আগে মা মোসাম্মৎ লিজা বেগমের সঙ্গে আব্দুল তার নানা এফরাজ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুর ১টার দিকে বাড়ির বাহিরে খেলাধুলা করেন আব্দুল, নানার বাড়ির লোকজন আব্দুলকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায় তাঁরা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। সেখান থেকে আব্দুলকে উদ্ধার করা হয় বলে জানান নিহত শিশুর মা লিজা বেগম। পরে তাকে স্থানীয় গ্রাম্যে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান অনেক আগেই আব্দুল মারা যান। 

 

পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, শিশুটির বাবা গলাচিপা থাকে আসতাছে আমরা তার বক্তব্য শুনবো তারপর পরবর্তী ব্যবস্থা নিবো। এরপরও কোন অভিযোগ থাকলে আমরা জানাবো।

 

একুশে সংবাদ.কম/সম

Shwapno
Link copied!