জামালপুরের মাদারগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত দিনব্যাপী কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। রোববার (৪ জুন) সকাল ১০ টায় উপজেলা খরকা হলরুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, স্বাগত বক্তব্য রাখেন জামালপুর জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি প্রমূখ।
এ সময় বিভিন্ন স্কুল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি,অধ্যক্ষ,প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এম.স.প্র/জাহা