ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত বাবুল বিশ্বাস এর বাড়ি ফরিদপুর জেলার কানাইপুর গ্রামে। তার পিতার নাম তাকুব্বর বিশ্বাস।
রবিবার সকালে নগরকান্দা বাজার থেকে ভ্যান গাড়ীতে মজলিসপুর যাওয়ার পথে বনকগ্রাম রবি মেম্বার এর বাড়ির সামনে পৌছালে ভিমরুলের আক্রমণের শিকার হয়। স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিমরুলের কামড়ে সাথে সাথেই তার মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরা জানান। এঘটনায় ভিমরুলের কামড়ে আরও তিনজন অসুস্থ হয়। এদের মধ্যে মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছেন অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।
একুশে সংবাদ.কম/মি.র/বিএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

