গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন ছাএদলের কমিটি বাতিল চেয়ে কালিয়াকৈর উপজেলা বোয়ালী ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে চা বাগান বান্দর মার্কেট এলাকায়, ফুলবাড়িয়া মৌচাক রোডে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বান্দর মার্কেট স্ট্যান্ড থেকে শুরু করে বিট অফিস প্রদক্ষিণ করে বান্দর মার্কেট স্ট্যান্ডে শেষ হয়।
এ প্রতিবাদ সমাবেশে ছাএদলের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা ছাএদলের আহবায়ক সদস্য রাজু আহম্মেদ বলেন, কালিয়াকৈর উপজেলা অধীনস্থ বোয়ালী ইউনিয়ন ছাএদল এর অবৈধ পকেট কমিটি, গাজীপুর জেলা ছাএদলের অযোগ্য সাধারন সম্পাদক জাফর ইকবাল জনির অসাংগঠনিক ভাবে দপ্তরের স্বাক্ষর করে বোয়ালী ইউনিয়নের ছাএদলের কমিটি দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অতি দ্রুত এই কমিটি ভেঙ্গে যোগ্য নেতৃবৃন্দ দিয়ে নতুন কমিটি করার আহ্বান জানান ও ২০১০ সালের পরে যারা এস এস সি পাশ করেছে শুধু তারাই ছাএদলের কমিটিতে থাকতে পারবে, কিন্তু বর্তমান কমিটির সভাপতি ২০০৭ সালে এস এস সি ব্যাচ তাই কাইটেরিয়া বর্হিভুত হওয়ায় ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেনা।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য রাইসুল ইসলাম রাতুল, বোয়ালী ইউনিয়ন ছাএদলের সদস্য মিজানুর রহমান, পারভেজ আহম্মেদ, আতিকুর রহমান বিজয়, নিশাদ হোসেন ,সৌরভ সরকার, হৃদয় আহমেদ, নিশাদ খান, আসিবুল, মেহেদী হানান সহ ছাএদলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বাপ্পি.প্রতি/এসএপি