চুয়াডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত দুটি চাঞ্চল্যকর হত্যা মামলায় তিন আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
২০২২ সালের ৯ মে রাতে আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের স্ত্রী সেলিনা আক্তার ১১ মে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (নিরস্ত্র) ইকরামুল হোসাইন ২০২২ সালের ৩১ জুলাই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার প্রক্রিয়ায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১ নম্বর আসামি স্বাধীন আলী (৩৭) এবং ৬ নম্বর আসামি আশিকুর রহমান ওরফে বাদশা (২৭)-কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। বাকি ৩ জনকে খালাস দেওয়া হয়।
অন্যদিকে, ২০২২ সালের ১৬ জুন জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় বাবলু রহমানকে। ওই দিনই নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর উপ-পরিদর্শক সৈকত পাড়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার একমাত্র অভিযুক্ত **জমির উদ্দিন (৪৮)**কে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু বলেন,“চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালতের এই রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

