AB Bank
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় মটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত


Ekushey Sangbad
ওয়াসিম আরমান, মোংলা, বাগেরহাট
০৪:৫৮ পিএম, ৬ এপ্রিল, ২০২৩
মোংলায় মটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মোংলা খুলনা মহাসড়কের দিগরাজ আপা বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় জাকারিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা মুজাহিদ নামে আরো এক পুলিশ সদস্য গুরুত্বরো আহত হয়েছেন। নিহত জাকারিয়া এবং মুজাহিদ বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত।

 

মোংলা থানার পুলিশ পরিদর্শক ঠাকুরদাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  মোংলা ইপিজেড থেকে ডিউটি শেষ করে ব্যক্তিগত মোটরসাইকেল যোগে বাগেরহাট যাওয়ার পথে বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল জাকারিয়া (কং নং-১১৬৮) এবং কনস্টেবল মুজাহিদ (কং নং-১৪৭৪) দুপুর দেড় টায় খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ আপাবাড়ি এলাকার পেট্রম্যাক্স গ্যাস ফ্যাক্টারীর সামনে পৌছলে কুকুরের সাথে এক্সিডেন্ট করে রাস্তার উপর পড়ে যায়।

 

কনস্টেবল মুজাহিদ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেও কনস্টেবল জাকারিয়া রাস্তার উপর পড়ায় অন্য  একটি গাড়ি কনস্টেবল জাকারিয়াকে চাপা দিলে কনস্টেবল জাকারিয়া গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিগরাজ বাজারস্থ চপলা রহিমা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে নিয়ে যাওয়ার পর কনস্টেবল জাকারিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় মোংলা থানার এসআই মোঃ রইচ উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে এম্বুলেন্স যোগে কনস্টেবল জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

 

কনস্টেবল জাকারিয়ার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

একুশে সংবাদ.কম/ও.আ/বি.এস

Link copied!