AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামপালে গৃহ প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


Ekushey Sangbad
মল্লিক জামান, রামপাল, বাগেরহাট
০৯:৫৩ পিএম, ২০ মার্চ, ২০২৩
রামপালে গৃহ প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ মার্চ) রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে  বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

 

সারাদেশে চতুর্থ পর্যায়ে ৩৭,৭৮৯ টি ঘর গৃহহীনদের মাঝে প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে। 

 

রামপাল উপজেলায় চতুর্থ পর্যায়ে  সর্বমোট ১২০টি ঘরের মধ্যে প্রথম ধাপে ২০ টি গৃহের নির্মান কাজ সম্পূর্ণ হওয়ায় উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। 

 

আগামী (২২ মার্চ ২০২৩) বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক উপকার ভোগীদেরকে ইতোমধ্যে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং নির্ধারিত ফরমেটে তাদের অনুকূলে জমি ও ঘর বন্দোবস্ত প্রদানের কবুলিয়ত দলিল, নামজারি, ডি.সি.আর, সনদপত্র প্রস্তুত করা হয়েছে এবং সকলের জন্য পৃথক পৃথক ফোল্ডার প্রস্তুত করা হয়েছে।

 

উল্লেখ্য রামপাল উপজেলায় সর্বমোট ১,১৮৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে এবং এ পর্যন্ত ১৫৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।  বাকী  ৯১২ জনকে ধারাবাহিক ভাবে গৃহ নির্মান করে দেওয়া হবে।

 

তিনি আগামী ২২ মার্চ -২০২৩ সকলকে গৃহ প্রদান কার্যক্রমে  উপস্থিত থাকার আহবান জানান।

 

একুশে সংবাদ.কম/ম.জা/বি.এস

Link copied!