রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়িতে সাপের কামড়ে শুকুর আলী (৫৫) নামের এক হাজীর মৃত্যু ঘটে। নিহত শুকুর আলী উপজেলার হাড়োখালি গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টার সময় এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে সাপের কামড়ের শিকার আলহাজ্ব শুকুর আলীর স্ত্রী তাদের বাড়ির হাঁস-মুরগির ঘরের মুখ বন্ধ করতে গিয়ে সেখানে বিষধর গোখরা সাপ দেখতে পান। পরে তার স্বামী শুকুর আলী সাপটিকে মারতে লাঠি নিয়ে এগিয়ে যান। সেসময় অজান্তে সাপটি তার হাতে কামড় দেয়। পরবর্তীতে সাপটি মেরে ফেলা হয়। শুরুর দিকে তিনি বুঝতে পারেননি, কিন্তু কিছু সময় পরে শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের ভাতিজা হাফিজুর রহমান বলেন, “গতকাল রাত ১১টার সময় আমার চাচার বাড়ির পাশে সাপ বের হয়। চাচী সাপটি দেখে আমাকে খবর দেন। তখন চাচা সাপটিকে মারতে যান। সাপটি উল্টো হাতে কামড় দেয়, তখন বুঝতে পারেননি। পরদিন অসুস্থ হয়ে পড়লে আমরা বুঝতে পারি। তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।”
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত শুকুর আলী একজন মুনাসিব ও ভালো মানুষ ছিলেন। আগের দিনই তিনি অনেকের সাথে এশার নামাজ পড়েছিলেন। কেউই ভাবতে পারেননি এভাবে তার মৃত্যু হবে। সবাই দোয়া করছেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

