AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের তথ্য দিতে নারাজ জনস্বাস্থ্য কর্মকর্তা শফিক



সাংবাদিকদের তথ্য দিতে নারাজ জনস্বাস্থ্য কর্মকর্তা শফিক

মৌলভীবাজার জেলার জুড়ীতে সাংবাদিকদের তথ্য দিতে নারাজ উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫৬ টি বরাদ্দকৃত সরকারের গভীর নলকূপ স্থাপনের তালিকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

 

বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিনামূল্যে গভীর নলকূপ প্রদান করে আসছে। দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ খাবার পানি সরবরাহে ওই নলকূপ বসানোর কথা। এ গভীর নলকূপ নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি এ উপজেলায় গভীর একটি বরাদ্দ এসেছে।

 

এসব গভীর নলকূপ নিয়ে তথ্য সংগ্রহ করতে বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। অফিসে না পেয়ে জনস্বাস্থ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি মুঠোফোনে জানান বিকেল তিনটায় এসে তিনি তালিকা দেবেন।

 

শনিবার (১৮ মার্চ) রাত আটটা পর্যন্ত ওই কর্মকর্তার কোনো সাড়া না পেয়ে মুঠোফোনে গভীর নলকূপের তথ্য প্রদানের কথা বললে তিনি তথ্য দিতে অনিহা প্রকাশ করেন। এসময় তিনি প্রতিবেদককে তথ্য অধিকারের মাধ্যমে আবেদন না করলে তথ্য দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন।

 

একুশে সংবাদ/এসএপি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!