নাটোরর লালপুরে ইট পরিবহণ গাড়ী(কুত্তা গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম সিংড়া উপজেলার কৈতাবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিম বলেন, নিহত শামীম ওয়ালিয়া থেকে মোটরসাইকেল যোগে দয়রামপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক গাড়িটি জব্দ করে। এ বিষয়ে লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ.কম/সু.আ/বি.এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

