AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোবাইল নিয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’



মোবাইল নিয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা পরিবারের সঙ্গে রাগ করে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

 

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, বুধবার মধ্য রাতে উপজেলার চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

 

নিহত রোকসানা বেগম (২৩) ওই গ্রামের রজ্জব আলীর স্ত্রী। তাদের ২ বছর বয়সী একটি ছেলে আছে।

 

স্বজনদের বরাতে ওসি সুমন কুমার আদিত্য বলেন, রোকসানা গোপনে অন্য এক ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। বিষয়টি রোকসানার স্বামী জানতে পেরে তার শ্বশুরবাড়িতে জানান।

 

পরে রোকসানার ভাই মো. রফিকুল ইসলাম তাকে শাসন করে রোকসানার মোবাইল ফোনটি নিয়ে যান।

 

এ ঘটনায় রাগে-ক্ষোভে বুধবার রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে রোকসানা গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হরিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

একুশে সংবাদ/এসএপি

Shwapno
Link copied!