বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এই ফটকগুলো উদ্বোধন শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন।
পরে তিনি নালিতাবাড়ী থানা পরিদর্শন করে স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্রামাগার উদ্বোধন করেন।
এসময় তিনি, ভিক্ষুক পুর্ণবাসন, নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, বঙ্গবন্ধু পার্ক, আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন-নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, পৌরসভার মেয়র আলহাজ আবু বক্কর সিদ্দীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত জাহান তুলি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
একুশে সংবাদ.কম/আ.ম.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :