শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ১ টা ২০ মিনিটের দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি পরিচালক শহিদুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৬০২) ১০০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার এক হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
একুশে সংবাদ/আ.কা.র.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :