AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০১:১৫ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জে পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

ফাইল ফটো

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল লিমিটেডের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন পাঁচজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- গোলাপ (২৯), ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯), মোজাম্মেল (৫০) ও নাজমুল (২৫)।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে পাঁচজন আমাদের এখানে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। চিকিৎসকরা তাদের দেখছেন, বিস্তারিত পরে জানানো হবে।

 

দগ্ধদের নিয়ে আসা সহকর্মী শাওন ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে ঘটনাস্থলে তেলের লরিতে তেল লোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

 

একুশে সংবাদ.কম/ন.ট.প্র/জাহাঙ্গীর

 

Shwapno
Link copied!