AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,দিনাজপুর
০২:২৩ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৩
ঘোড়াঘাটে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধে দুই যুবককে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৪০টি ঘরে আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এবং দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ।

 

শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাদপুরে গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গ্রামে আসেন পুলিশ সুপার এবং  সন্ধ্যায়  আসেন সংসদ সদস্য।

 

এ সময় তারা পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন শেষে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস সাংসদের এবং অগ্নিকান্ডে ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কথা জানান দিনাজপুরের পুলিশ সুপার।

 

পুরো ঘটনাস্থল ঘুরে ফায়ার সার্ভিস  ইনচার্জ নিরঞ্জন সরকার জানান  আগুনে পুড়ে প্রায় কয়েক  লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমরা শুধু ক্ষয়ক্ষতির পরিমানটা বের করার চেষ্টা করেছি। তবে এটি চুড়ান্ত নয়। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে চুড়ান্ত একটি হিসেব বের করা হবে।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ বলেন, হত্যাকান্ডের ঘটনায় আমরা ৪ জন আসামীকে গ্রেফতার করেছি। অপর আরেকজন আসামীকে গ্রেফতার করতে আমরা সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছি।

 

একুশে সংবাদ.কম/ম.ম.জা/জাহাঙ্গীর

Link copied!