ঢাকা শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

শালিকে বিয়ে; ভুট্টাক্ষেত পড়ে ছিল ইসমাঈলের লাশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,দিনাজপুর
০৪:২৫ পিএম, ২৭ নভেম্বর, ২০২২
শালিকে বিয়ে; ভুট্টাক্ষেত পড়ে ছিল ইসমাঈলের লাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাক্ষেত থেকে ইসমাঈল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

রবিবার (২৭ নভেম্বর) সকাল ৮ টায় ঘোড়াঘাট উপজেলার চককাঁঠাল গ্রামের ভুট্টার জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন উপজেলার রানীগঞ্জ ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

 

স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন আনুমানিক ৩-৪ বছর পূর্বে উপজেলার লালমাটি গ্রামে বিয়ে করেন। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে চাচাতো শালিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ঢাকায় থাকতেন।

 

কয়েকদিন পূর্বে তিনি ঢাকা থেকে নিজ এলাকায় আসেন। গত শনিবার রাতে ইসমাইল হোসেন তার ফুপু শাশুড়িকে নারগিস বেগমসহ বেশ কয়েক জনকে মোবাইল ফোনে জানান আমি ইঁদুর মারা বিষ খেয়েছি। সকালে এসে আমার লাশ নিয়ে যাবেন।

 

এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি। পরে সকালে চককাঁঠাল গ্রামের ভুট্টার জমিতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে চককাঁঠাল এলাকার ভুট্টার জমির পাশে থেকে তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

একুশে সংবাদ/ম.মো.প্রতি/পলাশ