AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শশুর জামাইয়ের কলহে প্রতিবেশী শিক্ষক নিহত, আহত ৭


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নেত্রকোণা
০১:৫১ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২২
শশুর জামাইয়ের কলহে প্রতিবেশী শিক্ষক নিহত, আহত ৭

নেত্রকোনার মদনে শশুর জামাইয়ের পারিবারিক কলহ থামাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ হারালো প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক শফিকুল ইসলাম (৬০)। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। 

 

উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- ইব্রাহীম (৮০), মোবারক হোসেন (২৫), মাসুম মিয়া (১২), মিনারা আক্তারের (৫০) অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ছাড়া জুনাঈদ (১৫), রিনা আক্তার (৩৮) ও কাদির মিয়া (১৩) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দীনের ছেলে মোবারকের সাথে ফতেপুর মড়লপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মুন্নি আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে রবিবার পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে মুন্নি আক্তার বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শাশুরীর কথা বাবার কাছে নালিশ করে। এতে মুন্নির বাবা আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মেয়ের জামাইকে মারতে আসে। এ ঘটনা ঠেকাতে এসে প্রতিবেশী শফিকুল ইসলাম ছুরির আঘাতে যখম হন। পরে মদন হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান। এতে আহত হয়েছেন আরো ৭জন।

 

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

একুশে সংবাদ/সা.খা/এসএপি

Link copied!