AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নানিয়ারচরে কৃষকদেরকে কাজু বাদাম ও কপি চাষে প্রশিক্ষণ 


Ekushey Sangbad
নিউটন চাকমা, রাঙামাটি
০৪:৪৬ পিএম, ১৪ আগস্ট, ২০২২
নানিয়ারচরে কৃষকদেরকে কাজু বাদাম ও কপি চাষে প্রশিক্ষণ 

ছবি: সংগৃহীত

রাঙামাটি জেলায় নানিয়ারচর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কাজু বাদাম ও কফি চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইসহাক উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী ৬০ জন কৃষক-কৃষাণীদের মধ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ শেষে পাহাড়ে কাজু বাদাম ও কফি চাষ বাড়ানোর লক্ষ্যে নিয়ে পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা, কৃষক-কৃষাণীদের এই চাষে অবগত ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কাজু ও কফিতে উপকারিতা সাফল্যের বিষয় আলোকপাত করা আলোচনা সভায়। পাশাপাশি কাজু বাদাম ও কপি চাষে কি পরিমাণ চাহিদা রয়েছ তা প্রশিক্ষণার্থীদের প্রতি সুবিধা অসুবিধা আলোকপাত করা হয়। 


 

 

একুশে সংবাদ/নি.চা/এস.আই
 

Link copied!