রাজবাড়ীর জেলার পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেফতার হয়েছে।
এসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ২টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা।
সোমবার (৪ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
আসামি আরিফুল ইসলাম (৩৩) এর কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়, তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখ এর ছেলে।
অন্যদিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল (৩৫) কে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ একই গ্রামের নজরুলের মেহগনি বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
একুশে সংবাদ/অ.সি/এস.আই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

