নিখোঁজের দশ দিন পর মোংলা পশুর নদী থেকে জেলে বিধানের লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ ও কোস্টগার্ড, গত শুক্রবার ২৮জানুয়ারি সুন্দর বনের পশুর নদীতে মাছ ধরতে গেলে গভীর রাতে মোংলা হারবারিয়া এলাকায় তাদের নৌকাটি ছিদ্র হয়ে যায়, তখন নৌকায় থাকা অপর জেলে বিপ্র পোদ্দার সাতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোজ হয় বিধান। নিহত বিধানের বাড়ি মোংলা চিলা ইউনিয়নের দাশেরখন্ড গ্রামে।
এঘটনার ১০ দিনপর (৬ ফেব্রুয়ারি) বিধানের লাশ মোংলা জয়মনিরঘোল এলাকার চড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানিয়রা।
মোংলা থানার এস আই দেবজিৎ জানান স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে আইন আনুগ প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্থান্তর হয়েছে।
একুশে সংবাদ/ওয়াসিম আরমান/এইচ আই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

