AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৈয়দপুরে হারমো অ্যাপের মাধ্যমে লাখ লাখ টাকা প্রতারণা


Ekushey Sangbad
উপজেলা প্রতিনিধি
০৮:০৩ পিএম, ১৩ জানুয়ারি, ২০২২
সৈয়দপুরে হারমো অ্যাপের মাধ্যমে  লাখ লাখ  টাকা প্রতারণা

ছবি: একুশে সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে হারমো এ্যাপের মাধ্যমে লোভ দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে আনোয়ার আলম (৩৮) নামে এক প্রতারক। তার ওই প্রতারণার কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করতো ছোট ভাই এহসান আলম (৩০)। উভয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছে পৃথক দুই ব্যক্তি।

অভিযোগে জানা যায়,শহরের নতুন বাবুপাড়া তিলখাজা রোড, ওয়ার্ড নং- ১১ ওয়ার্ডের মৃত রহমান সুপারীওয়ালার দুই ছেলে আনোয়ার আলম ও এহসান আলম বেশ কয়েক জন সহজ সরল যুবকক লোভ দেখায় তার দেয়া হারমো এ্যাপে অ্যাকাউন্ট খুললে টাকা ইনকাম করা যায়। তাদের প্রতারণার এ ফাঁদে পড়ে শহরের অফিসার্স কলোনীর হাসমত আলীর ছেলে জামিলসহ তার পরিবারের ৭ জন সদস্য। 

প্রতারক দুই ভাই তাদের ওই এ্যাপ দিয়ে জামিলের একটি ও তার পরিবারের সাতটি অ্যাকাউন্ট খুলে দেয়। বিনিময়ে তার কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। এরপর বলে কাজ করলে ১৬ দিনের মধ্যে আপনাদের একাউন্টে ডলার রিচার্জ করে পুরো টাকা পাবেন। এরপর যা পাবেন তা আপনাদের বাড়তি আয়। 

পরে মোবাইলের এ্যাপের ভিতরে কী যেন সেটিং করে দেবে এরপর ওই মোবাইলের মাধ্যমে ডলার এসে জমা হবে। ১৬ দিন পার হয়ে গেলে কোন প্রকার টাকা বা ডলার মোবাইলে না আসায় জামিল তাদের কাছে গিয়ে ঘটনাটি বলে। এ সময় তাদের কথাবার্তায় সে বুঝতে পারে এরা প্রতারক। 

তখন জামিল তাদের কাছে টাকা ফেরত চাইলে । তারা টাকা দেবে বলে কয়েকদিন সময় নেয়। তারপর থেকে ওই দুই প্রতারক তাদের মোবাইল  ফোন বন্ধ করে রাখে এবং বাসা থেকে অনেকটা গোপনে অবস্থান করে। 

এ বিষয়ে প্রতারণার শিকার জামিল বলেন,তাদের ফাঁদে পড়ে আমি বর্তমানে নিঃস্ব হয়ে গেছি। কোন উপায় না পেয়ে ১১ জানুয়ারি আমি তাদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় এজাহার দায়ের করি। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

এদিকে প্রতারক ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মিঠুন হোসেন নামে আরও একজন থানায় অভিযোগ দায়ের করেছে। তিনিও ওই দুই ভাই দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। তারসহ পরিবারের কাছ থেকে একইভাবে এ্যাপের কথা বলে ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। তাদের প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। তাদের প্রতারনায় আরও অনেকে প্রতারিত হয়েছে তার তথ্য এলাকার মানুষের মুখে মুখে রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাত খান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

একুশে সংবাদ/বাশার বিপুল/রা

Link copied!