AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বালিয়াকান্দিতে আ.লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে আগ্নিসংযোগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৪:২২ পিএম, ২৭ নভেম্বর, ২০২১
বালিয়াকান্দিতে আ.লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে আগ্নিসংযোগ

ছবি: একুশে সংবাদ

অনিক সিকদার, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিমের নির্বাচনী প্রচারনার অফিসের আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। 

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বহরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে নৌকার পোষ্টারসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাত ১২ টার সময় প্রচার প্রচারণার শেষ দিনে তারা অফিস ঠিকমতো রেখে চলে যায়। পরে স্থানীয়রা অফিসের আগুন দেখতে পায়। এ ঘটনায় অন্য কোন কিছু ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয়রা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমান  ও তাঁর সমর্থকেরা আমার অফিসে অগ্নিসংযোগ করে ভয়ভীতি প্রদর্শন করছেন। আমার ভোটারদের তিনি নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। আমি প্রাথমিকভাবে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন অফিসকে অবহিত করেছি। আমি লিখিতভাবে অভিযোগ করবো।

স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, আমার সমর্থকেরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তারা এই ঘটনার সাথে জড়িত না। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।


একুশে সংবাদ/আল-আমিন

Link copied!