AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে দুর্গাপূজাকে ঘিরে ১০ পূজা মণ্ডপে অনুদান ও মতবিনিময় সভা



রায়গঞ্জে দুর্গাপূজাকে ঘিরে ১০ পূজা মণ্ডপে অনুদান ও মতবিনিময় সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিম মান্নান লেনিন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুইয়াগাঁতী উত্তরপাড়া মন্দিরে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ১০টি পূজা মণ্ডপের সভাপতির হাতে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন।

সভায় রাহিম মান্নান লেনিন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিমা নির্মাণস্থান থেকে শুরু করে প্রত্যেকটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে সর্বস্তরে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সে নির্দেশনা যথাযথভাবে পালন করবো।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন, যুবদলের সাবেক নেতা হান্নান চৌধুরী, চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!