করোনার বিস্তার রোধে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিভাগের ৭ জেলায় লকডাউন চলছে। এই লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী-নারায়ণগঞ্জ সীমান্তবর্তী স্থান পুরিন্দা এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে এই চেকপোস্টের কার্যক্রম শুর হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর নূর হায়দার তালুকদার জানান, এই কার্যক্রমে জররী পরিসেবা, পণ্যবাহী গাড়ী, গণমাধ্যমকর্মী, গার্মেন্টস কর্মী পরিবহনকারী গাড়ী ব্যতিত সবরকম গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই চেকপোস্ট বলবত থাকবে। প্রতিদিন ৩টি শিফটে এই দায়িত্ব পালন করবে হাইওয়ে পুলিশ।
একুশে সংবাদ/সাইফুল ইসলাম