পটুয়াখালীর মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব(রঃ) এর মাজার ওয়াকফ্ এস্টেটের মেঝ খাদেম, মানবজমিন মির্জাগঞ্জ ও আমাদের সময় ডটকম মির্জাগঞ্জ প্রতিনিধির মেঝ নানা মৌঃ মোঃ জিন্নাত আলী মল্লিক ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ( ৯৬) বছর।
বুধবার ( ৭এপ্রিল ) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাগঞ্জ মাজার সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, ও ৭ ছেলে,৪ কন্যাসহ বহু গুণগ্রীহ রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সর্ব মহলের লোকজন শোকাহত।বাদ আসর মির্জাগঞ্জ দরবার শরীফ মাঠে জানাজা নামাজ শেষে মাজার কমপ্লেক্সে ইয়ার উদ্দীন খলিফা সাহেব এর মাজারের পাশে তাকে দাফন করা হবে ।
তার মৃত্যুতে গভীর শোক জানান মাজার ওয়াকফ্ এস্টেটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস।
একুশে সংবাদ/র/আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

