AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে  ‘পুলিশ মেমোরিয়াল ডে’ ২০২১ পালিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১১ পিএম, ১ মার্চ, ২০২১
ফরিদপুরে  ‘পুলিশ মেমোরিয়াল ডে’ ২০২১ পালিত

ফরিদপুরে (পহেলা মার্চ ২১)সোমবার পুলিশ মেমোরিয়াল ডে’২০২১ পালিত হয়েছে।এ উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইনস এক আলোচনা সভা অনুষ্ঠিত  অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, পুলিশ সদস্যরা অন্যের নিরাপত্তা ও সমস্যা নিয়ে কাজ করতে যেয়ে তাদের নিরাপত্তা ও সমস্যার কথাই ভুলে যান। কিন্তু তাদের অকাল মৃত্যুর পরে পরিবারের লোকেরাই বুঝে তারা কি হারিয়েছেন। নানাবধি সমস্যা নিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়। তাদের দিকে সরকার যেনো নজর রাখে এটিই আমাদের দাবি।  এতে বিভিন্ন সময় দ্বায়িত্ব পালন কালে নিহত ফরিদপুর জেলার ৩৮ জন পুলিশ সদস্যের পরিবারসহ পুলিশ কর্মকর্তা ও অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।


ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান (পিপিএম সেবা) এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে মাদারিপুর অঞ্চল) মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান, ওসি (ডিবি) সুনীল কর্মকার, ইন্সপেক্টর (তদন্ত) সুব্রত গোলদার, নিহত এসআই মনিরের পিতা আব্দুস সালাম মোল্যা, পুলিশ সদস্য গোলাম আম্বিয়ার স্ত্রী সাবিহা আক্তার, নিহত পুলিশ সদস্য আজাদ মিয়ার স্ত্রী শিউলি বেগম ও কনস্টেবল মো. আসলাম। 


বক্তাগণ কর্মরত পুলিশ সদস্যদের শারিরীক মেডিকেল চেকআপের ব্যবস্থা নেয়া ছাড়াও নিহত পুলিশ সদস্যদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, নিহত সকল পুলিশের পরিবারকে রেশিনিং সুবিধা প্রদান ও তাদের ছেলেমেয়েদের পড়াশুনা ও কর্মসংস্থানে কোঠা বৃদ্ধির দাবি জানান। এসব দাবি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর জন্য আইজিপির নিকট সুপারিশ পাঠানো হবে বলে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আলিমুজ্জামান জানান। 


সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহমিদা কাদের চৌধুরী সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আলোচনা সভাশেষে গত বছর কর্তব্যকালে নিহত ফরিদপুরের সাতজন পুলিশ সদস্যের পরিবারকে ৫০ হাজার টাকা ও উপহার সামগ্রীসহ অন্যান্যদের পরিবারের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার।


এর আগে ফরিদপুরের পুলিশ সুপার, জেলা পুলিশ, সিআইডি, পিবিআই, নৌ পুলিশ ও নিহতদের পরিবারবগ নিহত ৩৮ জন পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি পুস্পমাল্য অর্পণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

একুশে সংবাদ/ না.নি /এস

Link copied!