দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সোবহান আলী (৫৬) আর নেই। ঘোড়াঘাটে শিশু-বৃদ্ধা সকালের প্রিয় মুখ সোবহান আলী। স্বাস্থ্য বিভাগে চাকুরী করেন, সেই সুবাদে সকলে ডাঃ হিসেবে সম্ভাষণ করতেন।দিনাজপুর সদর উপজেলায় জন্ম গ্রহন করলেও চাকুরী জীবনের ৩৫ বছর যাবত ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে ভাড়া বাড়িতে বসবাস করতেন। নিঃসন্তান সোবহান আলী বাসা থেকে বের হলেই, ভাই,দাদা, কাকা, নানা বলে ডাকতেন এলাকার সকলেই। গরীব দুঃখী মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিকাল ৫টায় তার লাশ উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছিলে এলাকার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরিবারের লোকজন দিনাজপুর,রংপুরে চিকিৎসার পর তার বড় ভাইয়ের বাসা সিরাজগঞ্জে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একুশে সংবাদ/এআরএম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

