AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটের পুলিশ কমিশনারসহ ১৯ কর্মকর্তাকে বদলি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫১ পিএম, ২২ অক্টোবর, ২০২০
সিলেটের পুলিশ কমিশনারসহ ১৯ কর্মকর্তাকে বদলি

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি করা কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হচ্ছেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। নতুন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়নের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে।

এছাড়া সিআইডির এসপি মো. মোশাররফ হোসাইনকে রাজশাহী পুলিশ অ্যাকাডেমিতে, র‌্যাবের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে নৌ পুলিশের এডিশনাল ডিআইজি পদে, সিআইডির শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র‌্যাবের পরিচালক পদে, পুলিশ টেলিকমের এডিশনাল ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি পদে, পুলিশ সদর দফতরের এআইজি এম এ জলিলকে শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের এসপি পদে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি কমিশনার পদে, অ্যান্টি টেরোরিজম ইউনিটটের এসপি মোহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি পদে, পুলিশ সদর দফতরের এআইজি মো. কামরুজ্জামানকে নৌ-পুলিশের চাঁদপুরের এসপি পদে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুনন্দা রায়কে পুলিশ সদর দফতরের এআইজি পদে, শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের এসপি নজরুল ইসলামকে পুলিশ সদর দফতরের এআইজি পদে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের এসপি পদে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি নেসার উদ্দিন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জের এসপি পদে, এসপিবিএনের  এডিশনাল এসপি ফাহিমা হোসেনকে ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট পদে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিসি মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়াকে নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি পদে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিসি সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি পদে এবং পিবিআই-এর এডিশনাল এসপি আবু আশরাফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসপি পদে বদলি করা হয়েছে।

একুশে সংবাদ/ডেবা/এআরএম

Link copied!