AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে প্রবাসীর কন্যা সুমাইয়া’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন, বিদ্যালয়ে প্রথম স্থান


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
১২:৩৬ পিএম, ১৩ জুলাই, ২০২৫

তিতাসে প্রবাসীর কন্যা সুমাইয়া’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন, বিদ্যালয়ে প্রথম স্থান

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার দোলা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।

উল্লেখযোগ্য এ ফলাফলের মাধ্যমে সুমাইয়া নিজের এলাকার মানুষের মাঝে প্রশংসিত হচ্ছেন। তার এ সাফল্যে মা-বাবা, শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীরা সবাই আনন্দিত।

সুমাইয়া উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের সৌদি প্রবাসী মো. দুলাল মিয়ার কন্যা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় তিনটি বিভাগ থেকে মোট ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৯ জন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। পাশের হার ৬৭.৬৮ শতাংশ।

ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় সুমাইয়া বলেন, “শ্রদ্ধেয় পিতা-মাতা, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমি এই ফল অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, “ভালো ফল করতে হলে গাইড বইয়ের পেছনে না ছুটে পাঠ্যবই গুরুত্ব সহকারে পড়তে হবে। মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনা করলে যেকোনো শিক্ষার্থী ভালো ফল করতে পারে।”

সুমাইয়ার বাবা-মা বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মেয়ের এমন সাফল্যে আমরা গর্বিত। সে নিজ আগ্রহে ও শিক্ষকদের দিকনির্দেশনায় এ ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মেয়ের জন্য তিতাসবাসীসহ সকলের দোয়া কামনা করছি।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!