মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্রান্সপ্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ জসিম উদ্দিনকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৩ জুলাই) সকালে শেখ জসিম মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২নং আমলী আদালত) এর কাছে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক শেখ জসিম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামের শেখ মো. জিতু মিয়ার পুত্র। মামলাটি (নং-৩৭৩/২০২৪, শ্রীঃ) তদন্ত করে পিবিআই ঘটনাটির সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা গেছে, ফ্রান্সপ্রবাসী হাফিজুর রহমান শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম স্থাপন করে তার বড় ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফরকে দায়িত্ব দেন। সেখানে শ্রমিকরা কাজ শুরু করলে শেখ জসিম উদ্দিন ফার্মে বাধা দেন এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি না মানলে ফার্ম ভেঙে ফেলার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানানো হলেও সমাধান না হওয়ায় হাফিজুর রহমান আদালতের আশ্রয় নেন। আদালতের নির্দেশে তদন্ত করে পিবিআই সত্যতা পাওয়ায় জসিমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।
এছাড়াও জানা গেছে, শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে শ্রীমঙ্গলে আরও একাধিক মামলা (সিআর মামলা নং-৩৬৯/২৪, ম্যাজিস্ট্রেট মামলা নং-৩২০/২৪) আদালতে বিচারাধীন রয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে