AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকার ১৩টি ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫:২৯ পিএম, ১৮ জুন, ২০২৫

ঢাকার ১৩টি ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ জরিপ বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ১৩টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে চালানো একটি প্রাক-বর্ষা জরিপে এই তথ্য উঠে আসে। ফলাফল প্রকাশ করা হয় বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে।

এডিস মশার ঘনত্ব নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় ‘ব্রেটো ইনডেক্স’ নামক একটি সূচক। যেখানে কোনো এলাকার ২০ শতাংশ বা তার বেশি পাত্রে লার্ভা পাওয়া গেলে, তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

জরিপ অনুযায়ী, দুই সিটির মোট ৯৯টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে ব্রেটো ইনডেক্স ২০ শতাংশের ওপরে উঠেছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত দেয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো: ২, ৮, ১২, ১৩, ২২ ও ৩৪।
এর মধ্যে সবচেয়ে বেশি বিপদজনক অবস্থানে রয়েছে ১২ নম্বর ওয়ার্ড, যেখানে ব্রেটো ইনডেক্স ২৬.৬৭ শতাংশ। ২, ৮ ও ৩৪ নম্বর ওয়ার্ডে সূচক ২৩.৩৩ শতাংশ, এবং ১৩ ও ২২ নম্বর ওয়ার্ডে ২০ শতাংশ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আক্রান্ত ওয়ার্ডগুলো হলো: ৩, ৪, ২৩, ৩১, ৪১, ৪৬ ও ৪৭।
৩১ ও ৪১ নম্বর ওয়ার্ডে সূচক ২৬.৬৭ শতাংশ, ৩, ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ডে ২৩.৩৩ শতাংশ এবং ৪ ও ২৩ নম্বর ওয়ার্ডে ২০ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে বলেছে, এডিস মশার বিস্তার ঠেকাতে এখনই প্রয়োজন ব্যাপক সচেতনতা ও নিয়ন্ত্রিত উদ্যোগ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদারের সুপারিশও এসেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!