AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএসসিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে কাউন্সিলর প্রার্থীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৩ পিএম, ৮ এপ্রিল, ২০২৪
ডিএসসিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে কাউন্সিলর প্রার্থীরা

আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এবারের ঈদে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনের একবছর আগেই নানাভাবে দোয়া চাইছেন। নানা ছলে-বলে ও কৌশলে নিজ নিজ ওয়ার্ডের অসহায়-দুস্থ পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছেন এবং ঈদ সামগ্রী পাঠিয়ে তাদের মন জয়ের চেষ্টা করছেন। 

তবে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের সবচেয়ে বেশি তৎপরতা লক্ষ করা গেছে ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪টি ওয়ার্ডে। বসে নেই ১৪টি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলররাও।


সরজমিনে জানা গেছে, ঢাকা-৫ নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করার পর স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজলের অনুসারী হিসেবে পরিচিত কর্মী-সমর্থকরা আগামী ডিএসসিসি নির্বাচনে কাউন্সিরর প্রার্থী হিসেবে ব্যাপকভাবে ভোটারদের কাছে নিজেদের জনপ্রিয়তার জানান দিচ্ছেন। 

শুধু তাই নয়, ইতিমধ্যে ঈদ শুভেচ্ছার পোস্টার-ব্যানারে এলাকার অলিগলি ছেয়ে গেছে। কেউ কেউ নিজকে প্রতিষ্ঠিত সমাজসেবক দাবি করে নিজের কর্মকাণ্ড তুলে ধরছেন মানুষের সামনে। তবে ভোটাররা জানিয়েছেন নির্বাচনের আরও একবছর বাকী আছে। ডিএসসিসিতে সুষ্ঠু ভোট হলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন বলে ভোটাররা প্রার্থীদের সাফ জানিয়ে দিচ্ছেন।


যেসব প্রার্থীরা মাঠ কাপাচ্ছেন: 

ডিএসসিসি নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় গরীব-অস্বচ্ছল পরিবারের পাশে দাড়িয়ে মানবিকতার পরিচয় দিচ্ছে অনেক কাউন্সিলর। 

এদের মধ্যে অন্যতম হচ্ছেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী জাহিদুল কবির রাজু, ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল ইসলাম এনাম, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো: হানিফ তালুকদার সহ আরো অনেকে। 

ঈদকে সামনে রেখে সম্ভাব্য এসব কাউন্সিলর প্রার্থীরা চান নির্বাচনের আগে-ভাগেই মাঠ নিজেদের কব্জায় রাখতে এবং বিজয় নিশ্চিত করতে। তাদের ঈদ শুভেচ্ছার পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে এলাকার অলিগলি। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডসহ একটি পরিকল্পিত সুন্দর ও ওয়ার্ড গড়ে তোলার কথা বলছেন এসব প্রার্থীরা। 

এছাড়াও আধুনিক ও টেকসই নগরী গড়তে ডেঙ্গু, জলাবদ্ধতা ও যানজটসহ নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য এসব প্রার্থীরা। তবে বসে নেই ঢাকা-৫ আসনের ১৪টি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলররাও। 

তারা বলছেন, বিগত সময়ে নিজ নিজ ওয়ার্ডের কল্যানে যথেষ্ঠ্য ভুমিকা রেখেছেন তারা। তাই আবারো ডিএসসিসি নির্বাচনে প্রার্থী হবেন এবং অসর্ম্পন্ন কাজ সমাপ্ত করবেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!